Home » বিশ্রামগঞ্জে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বিশ্রামগঞ্জে কৃষি যন্ত্রপাতি বিতরণ

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৯ ডিসেম্বর ।। ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে সিপাহীজলা জেলার কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। শুক্রবার বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন কলা কেন্দ্রে জেলাভিত্তিক কৃষক সম্মান এবং কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহ-সভাধিপতি পিন্টু আইচ, জম্পুইজলার বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, কৃষি দপ্তরের অধিকর্তা সরদেন্দু দাস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জেলা কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা। সিপাহী জলা জেলার সাতটি ব্লকের ১২০ জন কৃষককে সম্মাননা প্রদান করা হয়। কৃষকদের হাতে শালের চাদর, পুষ্পস্তবক, এবং সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানান রাজ্যের কৃষিদপ্তরের মন্ত্রী
রতন লাল নাথ সহ অতিথিরা। অনুষ্ঠানে ৬৬ জন কৃষককে জল সেচের জন্য পাম্প সেট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষির ওপর ভিত্তি করে অগ্রগতির দিকে এগোচ্ছে ভারত। কৃষক আমাদের অন্নদাতা। কিন্তু কৃষকদের উন্নয়ন নিয়ে রাজনীতি হয়েছে। দলবাজি হয়েছে। মিছিল মিটিং হয়েছে। কিন্তু কোন কাজ করেনি। বর্তমান সরকার কৃষকদের স্বার্থে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রথম কৃষকদের কাছ থেকে ধান কিনছে সরকার। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম কৃষাণ, কৃষাণ সম্মান নিধি ইত্যাদি প্রকল্পের সুবিধা কোন রাজনীতির রঙ না দেখে সকল কৃষকের হাতে পৌঁছে দেয়া হচ্ছে।

You may also like

Leave a Comment