প্রতিনিধি তেলিয়ামুড়া।২৯মে।নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য মুঙ্গিয়াকামী থানার! আটক শুকনো গাঁজা সহ পাচারকারী! ঘটনা মুঙ্গিয়াকামী থানা এলাকার ৪১ মাইল নাকা পয়েন্টে।
ঘটনার বিবরনে জানা যায়,, বুধবার গোপন সুত্রের সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ মুঙ্গিয়াকামী নাকা পয়েন্টে তেলিয়ামুড়া থেকে আমবাসা যাওয়ার পথে TR02A2170 নম্বরের একটি সন্দেহভাজন অটো গাড়িকে আটক করে। এবং তাতে তল্লাশি চালাতেই উপস্থিত পুলিশ বাবুদের চক্ষু চড়কগাছ। অটোতে তল্লাশি চালানোর পর অটো থেকে বেরিয়ে আসে ৭৬ প্যাকেট ভর্তি শুকনো গাঁজা। অনুমান সর্বমোট ৭৬ কেজি হবে বলে জানিয়েছেন ডি.সি.এম সৌরভ দাস। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ডি.সি.এম সৌরভ বাবু।
এদিন এই অটো থেকে ৭৬ কেজি গাঁজা সহ আটোটির চালক আমবাসা নিবাসী দ্রক্ষরাম রিয়াং’কে আটক করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। এদিন এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ডি.সি.এম সৌরভ দাস, মুঙ্গিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মা সহ অন্যান্যরা।
আগামী দিনেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডি.সি.এম সৌরভ দাস।
মুঙ্গিয়াকামিতে নাকা পয়েন্টে আটক গাঁজা সহ পাচারকারী।
116