Home ত্রিপুরা গঙ্গার জলে ডুব দিলেন যাত্রীবাহী গাড়ি

গঙ্গার জলে ডুব দিলেন যাত্রীবাহী গাড়ি

by admin
0 comment 91 views

প্রতিনিধি, উদয়পুর :- টমটম গাড়িকে রাস্তা পারাপারে জায়গা দিতে গিয়ে দ্রুতগতিতে থাকা যাত্রীবাহী ইকো গাড়ি পুকুরের জলে পড়ে গিয়েছে । ঘটনা উদয়পুর মহকুমার অন্তর্গত গঙ্গাছড়া সেতু সংলগ্ন এলাকায় । জানা গিয়েছে , দুইটি গাড়ি মুখোমুখি চলে আসার ফলে ইকো গাড়িটি টমটম গাড়ি কে জায়গা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু হঠাৎ করে যাত্রীবাহী ইকো গাড়িটি সামনের দিকে এগিয়ে যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁ দিকের পুকুরে চলে যায় । এর ফলে সম্পূর্ণ গাড়িটি পুকুরের জলে তলিয়ে যায়। অল্পতে প্রাণে রক্ষা পাই গাড়ি চালক থেকে শুরু করে গাড়িতে থাকা অপর একজন ব্যক্তি । শুরু হয় চিৎকার চেঁচামেচি। রাস্তার পাশে থাকা গ্রামবাসীরা এই ঘটনা দেখতে পেয়ে ঘটনাস্থলে দৌড়ে ছুটে আসে ভিড় জমে যায় গ্রামবাসীদের । পরবর্তী সময় গাড়িটিকে উদ্ধার করার জন্য জেসিবি দিয়ে পুকুরের জল থেকে দড়ি বেঁধে উঠানোর চেষ্টা করা হয়। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় গঙ্গার জল থেকে মুক্তি পায় ইকো গাড়ি । দুর্ঘটনার ফলে রাস্তার দুই ধারে প্রচুর গাড়ির ভিড় জমে যায়। একাংশ গ্রামবাসীদের অভিমত দ্রুত গতিতে থাকার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বুধবার বিকেলে ।

Related Post

Leave a Comment