Home » খোয়াই শহরে আতংক।

খোয়াই শহরে আতংক।

by admin

প্রজাতন্ত্র দিবসের দিন সাতসকালে খোয়াই সুভাষ পার্ক আউটপোস্ট থেকে ঢিল ছোড়া দূরত্বে কোহিনুর কমপ্লেক্স মার্কেটের বেশ কিছু স্থানে রক্তের ছাপ দেখতে পেয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোয়াই শহরে। এইদিন মার্কেটের ব্যবসায়ীরা এসে দেখতে পান ত্রিতল মার্কেটটির নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোর পর্যন্ত রক্তের দাগ। সেই রক্তের দাগের সাথে রয়েছে কাঁচের বোতলের ভাঙ্গা অংশ ও পায়ের ছাপ। রীতিমতো এই মার্কেটের ব্যবসায়ী রা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় খোয়াই থানায়। সাথে সাথেই থানা থেকে ছুটে আসেন ওসি সুব্রত মালাকার। তিনি ঘটনার সরজমিনে প্রত্যক্ষ করেন ও তার পাশাপাশি প্রতিটি ফ্লোর খতিয়ে দেখে রক্তের দাগ সুনিশ্চিত করেন। তিনি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বলেন এই ঘটনার খবর পেয়ে তিনি সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন এবং গোটা বিষয় প্রত্যক্ষ করেন । এ মার্কেটের সবগুলি জায়গা খতিয়ে দেখা হয়েছে ‌। এখন পর্যন্ত মূলত আসল ঘটনাটা কি হয়েছে সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। সেখানে ফরেনসিক এক্সপার্ট টিম এসে রক্তের দাগগুলি খতিয়ে দেখে তবে এটি সুনিশ্চিত করা যাবে এগুলি আসলে কিসের রক্ত। আশ্চর্যজনক ব্যাপার হল খোয়াই কোহিনুর কমপ্লেক্স মার্কেটে নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কেউ এ ঘটনাটি প্রত্যক্ষ করে নি । তাছাড়া এই মার্কেটের মূল ফটকের সামনে একটি সিসি ক্যামেরা লাগানো থাকলেও সেখানে ফুটেজ ধারন হয়নি। এ নিয়ে আজ গোটা কোহিনুর কমপ্লেক্সের ব্যবসায়ী মহলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় খোয়াই থানার পুলিশ ঘটনার আসল রহস্য বের করতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে।

You may also like

Leave a Comment