প্রতিনিধি, উদয়পুর :-
বুধবার দুপুর ১২ টায় উদয়পুর জিলা পরিষদের এক নং কনফারেন্স হলঘরে এআরডি, এসসি ওয়েলফেয়ার এবং ফিসারী দপ্তরের জেলাভিত্তিক আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাস । এছাড়া ছিলেন , বিধায়ক অভিষেক দেবরায়, রঞ্জিত দাস , রামপদ জমাতিয়া ,মৎস্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিএস মিশরা , জিলা সভাধিপতি দেবল দেবরায় সহ প্রমূখ । এই দিনের পর্যালোচনা বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রি সুধাংশু দাস জানান , প্রথম পর্যালোচনা বৈঠকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল এবং টার্গেট দেওয়া হয়েছিল দপ্তর গুলিকে। সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আজ আলোচনা হয়েছে । কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে সকল প্রকল্পগুলি রয়েছে সে সকল প্রকল্পগুলি দপ্তর কতটুকু কাজে লাগিয়েছে সেসব বিষয় নিয়েও আজ কথা হয় আধিকারিকদের সাথে । এছাড়া এই পর্যালোচনা বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে রাজ্যে মাংস, মাছ, ডিম, দুধ ইত্যাদি এসকল বিষয়গুলি কিভাবে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করা যায় এবং বেকার যুবক-যুবতীদের কিভাবে কাজে লাগানো যায় এই সকল বিষয় নিয়েও এদিন আলোচনা হয়েছে দপ্তরের আধিকারিকদের সাথে । তিনি বলেন , গোমতী জেলায় এআরডি ও মৎস্য দপ্তর কতটুকু কাজ করেছে সে সকল বিষয়গুলি নিয়ে খোঁজখবর নেওয়া হয় বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মন্ত্রী সুধাংশু । এদিন পর্যালোচনা বৈঠকে ঘিরে বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি ও গোমতী জেলাশাসক ও মহকুমা শাসক থেকে শুরু করে প্রত্যেক আধিকারিকদের উপস্থিতি ছিলো সারা জাগানো ।