প্রতিনিধি কৈলাসহর:-সংস্কার ভারতী ঊনকোটি জেলা সমিতির উদ্যোগে কৈলাসহর পুরপরিষদের সম্মুখে ২৭ শে মার্চ পালিত হয়েছে বিশ্ব নাট্য দিবস।অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহ সভাধিপতি শ্যামল দাস,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর পুরপরিষদের চ্যায়ারপার্সন চপলা দেবরায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন নিতীশ দে।এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট নাট্যকার রবীন্দ্র ভট্টাচার্য।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কার ভারতী ঊনকোটি জেলা সমিতির সম্পাদক জয়ন্ত দেব।স্বাগত বক্তব্য রাখেন সংস্কার ভারতী ঊনকোটি জেলা সমিতির নাট্য বিধার সংজোযক শুভাশিস চৌধুরী। নাট্য বাণী পাঠ করেন সংস্কার ভারতী ঊনকোটি জেলা সমিতির সংগীত বিধার সংজোযক পল্লব গোস্বামী। বিশ্ব নাট্য দিবসের এই বিশেষ অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত কমিটির নাট্য বিধার সহ সংযোজক শান্তনু দে।অনুষ্ঠানে ছন্দবাণীর শিল্পীরা আবৃত্তি, বোলবাণীর শিল্পীরা নৃত্য ও সুরছন্দমের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।সবশেষে সংস্কার ভারতী কৈলাসহর শাখার শিল্পীরা শিবাজী সেনগুপ্তের পরিচালনায় একটি নাটক পরিবেশন করেন।কৈলাসহরের সংস্কৃতিপ্রিয় নাগরিকদের সহযোগিতায় বিশ্ব নাট্য দিবসের এই অনুষ্ঠান অনেক সফলতা অর্জন করতে পেরেছে।
104