Home » রাম নবমী উপলক্ষে মঙ্গলবার গন্ডাছড়া বাজারে ধর্মীয় শুভযাত্রার আয়োজন

রাম নবমী উপলক্ষে মঙ্গলবার গন্ডাছড়া বাজারে ধর্মীয় শুভযাত্রার আয়োজন

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ২৮ মার্চ:- বিশ্ব হিন্দু পরিষদ গন্ডাছড়া প্রখন্ডের উদ্যোগে শ্রীরাম নবমী উপলক্ষে মঙ্গলবার গন্ডাছড়া বাজারে ধর্মীয় শুভযাত্রার আয়োজন করা হয়। এদিন বিকাল ৫টায় গন্ডাছড়া অটো স্ট্যান্ড থেকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা বিশাল এক রেলীর মাধ্যমে গন্ডাছড়া শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে দুর্গাবাড়ি চৌমুহনীতে এসে এক ধর্মীয় সভায় মিলিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ধলাই জেলা সম্পাদক শ্রীকান্ত সিংহা, গন্ডাছড়া প্রখন্ডের সম্পাদক রিপন রায়, সভাপতি লক্ষন পাল, পরেশ ত্রিপুরা প্রমুখ।

You may also like

Leave a Comment