প্রতিনিধি, উদয়পুর :-
দ্বিতীয় স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ স্বামী । ঘটনা উদয়পুর খিলপাড়া নানুয়া দিঘি গ্রামে । ঘটনার বিবরণে জানা যায় , স্বামী মোঃ আব্দুল মান্নান কাজী দ্বিতীয় বিয়ে করার পর কিছু মাস যাওয়ার পর থেকেই স্ত্রী স্বামীর উপর ব্যাপক অত্যাচার শুরু করে । স্বামীর আত্মীয় পরিজন থেকে শুরু করে নাবালক সন্তানদের সাথেও খারাপ ব্যবহার করে বলে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে স্বামী । স্বামীর উপর অত্যাচারের ঘটনা নিয়ে স্থানীয় পঞ্চায়েতে বহুবার মীমাংসার বৈঠক বসানো হলেও পঞ্চায়েতকে মানতে নারাজ স্ত্রী । এনিয়ে পঞ্চায়েত অতিষ্ঠ হয়ে উঠেছে মোঃ আব্দুল মান্নান কাজীর স্ত্রীর ব্যবহারে । অবশেষে ধৈর্যের বাঁধ অনেকটা ভেঙ্গে যাওয়ার পর স্বামী সোমবার সন্ধ্যা রাতে রাধাকিশোরপুর থানায় নিজের স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে । স্বামীর উপর স্ত্রী অত্যাচারের ঘটনায় ব্যাপক নিন্দার ঝড় বইছে খিলপাড়া গ্রাম জুড়ে ।