প্রতিনিধি, বিশালগড়, ২৬ ডিসেম্বর।। চড়িলামের জৈব গ্রাম গোটা দেশে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে উঠে এসেছে চড়িলামের জৈব গ্রামের কথা। প্রাকৃতিক সম্পদকে ভিত্তি করে গ্রামীণ নাগরিকদের আর্থসামাজিক উন্নয়নই জৈব গ্রামের মূল লক্ষ। পরিবেশ বান্ধব জৈব গ্রাম প্রকল্প সুনামের সঙ্গে এগিয়ে চলছে। সরকার যাবতীয় সহযোগিতা করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করার কাজ করছে। সোমবার চড়িলাম ব্লকের কৃষ্ণ সংঘ এবং হাফাজিয়া মুড়া জৈব গ্রামের বেনিফিসিয়ারিদের মধ্যে নানান সরকারি সহায়তা প্রদান করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণ সংঘ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জৈব গ্রামের ৭০ জন বেনিফিসিয়ারীর হাতে তিন লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয় । অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি কে এস শেঠি, চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন রাখি দাস কর, টেকনোলজি দপ্তরের অধিকর্তা অনিমেষ দাস প্রমুখ । অন্যদিকে হাফাজিয়া মুড়া বিদ্যালয় মাঠে বায়ো টেকনোলজি দপ্তরের উদ্যোগে ৫৮ জন বেনিফিসিয়ারীর হাতে পশুপালন দপ্তরের মাধ্যমে ২ টি করে ছাগল তুলে দেওয়া হয়। এছাড়াও মাশরুম বীজ সহ নানা সামগ্রী তুলে দেওয়া হয়। উপমুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন পশুপালন দপ্তরের সিপাহীজলা জেলার সহ অধিকর্তা ড: রাতুল গুপ্ত, চড়িলাম প্রাণী সম্পদ বিকাশ দফতরের আধিকর্তা কল্যাণ রায় প্রমুখ । উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন আমরা সবাই ভারতীয় নাগরিক। সবকা সাথ সবকা বিকাশ সরকারের মূল মন্ত্র। জাত ধর্ম বর্ন রাজনীতির রঙ না দেখে সকলের জন্য কাজ করছে সরকার। সরকারি প্রকল্পের জন্য কাউকে মিছিল মিটিং করতে হয়না। চাঁদা দিতে হয়না। সরকার মানুষের দুয়ারে পৌঁছে গিয়েছে।
99
previous post