উত্তর ত্রিপুরা জেলা অন্তর্গত পানিসাগর মণ্ডল মহিলা মোর্চার সম্মেলন অনুষ্ঠিত রৌয়া স্থিত সুরেন্দ্র দেবনাথ হলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, সাধারণ সম্পাদিকা নমিতা কর, পানিসাগর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী কল্পনা দেবনাথ, সম্পাদিকা পাপিয়া দাস সহ মহিলা মোর্চার কার্য্যকর্তাবৃন্দ।
মহিলা মোর্চার নিরন্তর সাংগঠনিক কর্মসূচীর অন্তর্গত এই কর্মসূচী ও অভিনব আর এক কর্মসূচী “চায়ের সাথে আড্ডা ” উত্তর ত্রিপুরা জেলার প্রতিটি মণ্ডলে অনুষ্ঠিত হচ্ছে।
মহিলা মোর্চার শক্তিকেন্দ্র ভিত্তিক এই কর্মসূচীতে প্রত্যেক মণ্ডল চষে বেড়াচ্ছেন উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী এবং জেলা মহিলা মোর্চার সহ-সভানেত্রী সাধারণ সম্পাদিকা,সম্পাদিকা সহ সম্পূর্ণ টিম। মহিলা মোর্চার সাংগঠনিক কার্যক্রম সারা বছর ব্যাপী চলতে থাকে। কিন্তু নির্বাচনের প্রাক্কালে বিজেপি মহিলা মোর্চা সূঁচাগ্র ভূমি ছাড়তে নারাজ।
উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী জানান যে প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে প্রতি ঘরে বিজেপি প্রতিষ্ঠিত হয়ে গেছে , এবং প্রচণ্ড বিজয় নিয়ে 2023 শে রাজ্যে বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে নিশ্চিত।
উত্তর ত্রিপুরা জেলা অন্তর্গত পানিসাগর মণ্ডল মহিলা মোর্চার সম্মেলন অনুষ্ঠিত
101