প্রতিনিধি, বিশালগড়, ২৬ ডিসেম্বর।। তেইশের রণাঙ্গণে ঝাঁপিয়ে পড়েছে বিশালগড়ের সংখ্যালঘু মোর্চার কার্যকর্তারা। বিশালগড় মন্ডলে বিজেপির জয় সুনিশ্চিত করাই মূল লক্ষ্য। গত বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু নাগরিকদের বিভ্রান্ত করেছিল সিপিএম। যার কারণে সরকার পরিবর্তন হলেও বিশালগড় আসনটি অল্প ভোটের ব্যবধানে ধরে রাখতে সক্ষম হয়েছিল সিপিএম। এবার সংখ্যালঘু ভোটারই উন্নয়ন ত্বরান্বিত করতে বিশালগড়ে পদ্মফুল ফোটাতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সোমবার সংখ্যালঘু মোর্চার দুটি সারা জাগানো কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন বিশালগড় অফিসটিলা থেকে মোটর স্ট্যান্ড পর্যন্ত এক সাড়া জাগানো মিছিল অনুষ্ঠিত হয়। সংখ্যালঘু মোর্চার কার্যকর্তা সহ এলাকার মা বোনদের উপস্থিতি ছিল লক্ষনীয়। মিছিলের নেতৃত্ব দেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি শাহআলম মিয়া, বিজেপির বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি স্বপন মিয়া, সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি ফেরদৌস মিয়া, মোর্চার প্রভারী আয়েশা খাতুন, রতন দেব প্রমুখ । এদিন বিশালগড় ছায়ানট কমিউনিটি হলে সংখ্যালঘু মোর্চার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিটি বুথ থেকে কার্যকর্তারা উপস্থিত ছিলেন। সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি শাহ আলম মিয়া বলেন এই বিশালগড়ের বৃহৎ অংশের সংখ্যালঘু ভোটারদের বিভ্রান্ত করে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এসেছে সিপিএম। একসময় বিশালগড়ের সংখ্যালঘুরা কংগ্রেসকে সমর্থন করেছে। পরবর্তী সময়ে সিপিএমকে সমর্থন করেছে। কিন্তু সংখ্যালঘু অংশের নাগরিকদের আর্থসামাজিক উন্নয়ন ঘটেনি। সংখ্যালঘু যুবক সমাজকে সঠিক দিশা দেখাতে পারেনি। কিন্তু বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতিতে হিন্দু মুসলমান সকল অংশের নাগরিকদের উন্নয়নের কাজ করছে। তাই আগামী নির্বাচনে পবিত্র বিধানসভায় বিজেপির প্রতিনিধি পাঠানোর আহবান জানান তিনি। বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন কারা প্রকৃত উন্নয়ন করতে তা আপনারা অভিজ্ঞতা নিরিখে যাচাই করবেন। যাকে গত নির্বাচনে জয়ী করেছিলেন, সেই নেতা আটান্ন মাসে আপনাদের কোন খোঁজ রাখেনি। নির্বাচনের দুই মাস আগে ঘর থেকে বের হয়ে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিশালগড়ের শান্তি এবং উন্নতি বজায় রাখতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের নাগরিকদের এককাট্টা হয়ে লড়াই করার আহবান জানান তিনি।
107