প্রতিনিধি, বিশালগড় , ।। প্রতি বছরের ন্যায় এবারও লালসিংমুড়ায় অনুষ্ঠিত হচ্ছে শিশু উৎসব। এ বছর ১০ তম বর্ষে পা দিয়েছে এই উৎসব। সোমবার বিকালে লালসিংমুড়ার ড: বি আর আম্বেদকর শিশু নিকেতন আয়োজিত ৩ দিন ব্যাপি শিশু উৎসবের উদ্বোধন করেন পদ্মশ্রী, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপ্ত ড: দীপা কর্মকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রতীক কিশোর দেব বর্মণ, এছাড়া উপস্থিত ছিলেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা ভৌমিক,বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ,চড়িলাম পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাধা ভল্লব দেবনাথ,ডক্টর বি আর আম্বেদকর শিশু নিকেতনের প্রিন্সিপল ভবতোষ চক্রবর্তী, উৎসবের আহবায়ক সুমেশ দেবনাথ প্রমুখ। উদ্বোধক দীপা কর্মকার বলেন পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তি খেলাধুলা যা করতে চায় তা শিশুদের করতে দিন।খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে শিশু সুস্থ থাকবে এবং মানসিকভাবে শক্তিশালী হবে। শিশুদের মধ্যে থাকা প্রতিভা অন্বেষণ করতে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী বলেন শিশুদের যত্ন নিন। তাকে সুসংস্কার দেওয়া, শৃঙ্খলা ইত্যাদি শিক্ষার দায়িত্ব অভিভাবকদের নিতে হবে। আজকের শিশুরা একদিন লালসিংমুড়া সহ দেশের নাম উজ্জ্বল করবে। স্কুলের প্রিন্সিপাল ভবতোষ চক্রবর্তী জানান তিন দিন ব্যাপি নানা প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে শিশু কিশোরেরা। প্রথম দিনে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক শিশু অংশ নিয়েছে। শিশু উৎসবকে ঘিরে লালসিংমুড়ায় শিশু কিশোর সহ অভিভাবকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
31
next post