Home অপরাধ মেলা মানেই জুয়া

মেলা মানেই জুয়া

by admin
0 comment 182 views

মেলা মানেই জুয়া। আর জুয়ার জন্যই মেলার আয়োজন। খোয়াই শহর কিংবা গ্রামাঞ্চলে এত মেলার আয়োজন আর কখনোই ঘটেনি। ইতিমধ্যে খোয়াই শহর ও তার আশপাশ এলাকা গুলোতে ৫০ এরও বেশি মেলা আয়োজিত হয়েছে। এখনো প্রতিদিন কোন না কোন জায়গায় মেলা অনুষ্ঠিত হচ্ছে। উদ্যোক্তারা উপরী কামাইয়ের জন্যই এই ধরনের মেলার আয়োজন করে চলেছে। বুধবার খোয়াই থানাধিন চেবড়ি বাজারে আয়োজিত হয় এক চড়ক মেলা। আর এই মেলার আড়ালে বসে জান্ডি মুন্ডা নামক জুয়ার আসর। লক্ষ লক্ষ টাকা উড়ছে এই জুয়ার আসর গুলোতে। জোয়ার খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। পুলিশ প্রশাসন সবকিছু জেনেও না জানার ভান করছে। খোয়াই হচ্ছে সংস্কৃতির শহর। এখানে অনেক নাট্যকার, সংগীত শিল্পী, কত্থক শিল্পী, ও নৃত্য শিল্পীর জন্ম হয়েছে। সমগ্র রাজ্য এবং বহি:রাজ্যে খোয়াই এর বেশ সুনাম রয়েছে। বর্তমানে জোয়ার দৌলতে সংস্কৃতির শহর খোয়াইয়ের মান ক্ষুন্ন হচ্ছে। পুলিশ প্রশাসন অচিরে এই ধরনের জুয়ার বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ না করলে খোয়াই এর গরিমা যে ম্লান হবে তা বলাই বাহুল্য।

Related Post

Leave a Comment