প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে দুটি বেসরকারি সংস্থার কর্মীর মধ্যে ব্যাপক মারপিট । জখম হয়েছে সিটি স্ক্যান বিভাগের টেকনিশিয়ান কর্মী দ্বৈপায়ন রুদ্র পাল । ঘটনা বুধবার দুপুরে । হাসপাতালের ঘটনা সূত্রে জানা যায় , বুধবার দুপুরে এক মুমূর্ষ রোগী সিটি স্ক্যান করানোর জন্য টেপানিয়া হাসপাতালের ভেতরে থাকা সিটি স্ক্যান বিভাগে যান পরীক্ষা-নিরীক্ষা করার জন্য । কিন্তু তখন হঠাৎ করে মুমূর্ষ রোগীটি অসুস্থ হয়ে মল , মূত্র ত্যাগ করে । এই বিষয়টি নিয়ে সাফাই করার জন্য হাসপাতালের ভেতর থাকা সুলভের সুপারভাইজার ইন্দ্রজিৎ শর্মাকে বলা হয় তা পরিষ্কার করার জন্য । কিন্তু তিনি বলে উঠেন সিটি স্ক্যান বিভাগটি তাদের টেন্ডারে ধারা না থাকায় তারা এই বিভাগে সাফাই করতে পারবে না। এই নিয়ে শুরু হয় বাক বিতন্ডা । একে অপরের উপর হামলার অভিযোগ তুলে । মাঝপথে বন্ধ হয়ে পড়ে সিটি স্ক্যান বিভাগ । সরকারি হাসপাতালে মারপিটের ঘটনা জানতে পেরে হাসপাতালে মেডিকেল সুপার কাজল দাস ঘটনাস্থলে ছুটে আসেন এবং কথা বলেন দুইটি বেসরকারি বিভাগের দুই কর্মীর সাথে। জানা যায় তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। সিটি স্ক্যান যেন বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য। দীর্ঘ দুই ঘন্টার উপর সিটি স্ক্যান বন্ধ রাখার পরে পরবর্তী সময় শুরু হয় পুনরায় সিটি স্ক্যানের পরীক্ষা নিরীক্ষা । উভয়পক্ষ থেকে অভিযোগ ওঠে একে অপরের বিরুদ্ধে হামলা নিয়ে তার পূর্ণাঙ্গ তদন্ত এবং বিচারের দাবি তুলেন । জানা যায় , হাসপাতালের মেডিকেল সুপার গোটা বিষয়টি তদারকি করছেন এবং নিজেদের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে তার সমাধান করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু এদিন দুপুরে এই ধরনের ঘটনা অন্যান্য রোগীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে দিয়েছে ।
93
previous post
বায়ো ডাইভারসিটি বোর্ডের উদ্যোগে তেলিয়ামুড়ায় সেমিনার।
next post