Home ত্রিপুরা বায়ো ডাইভারসিটি বোর্ডের উদ্যোগে তেলিয়ামুড়ায় সেমিনার।

বায়ো ডাইভারসিটি বোর্ডের উদ্যোগে তেলিয়ামুড়ায় সেমিনার।

by admin
0 comment 152 views

প্রতিনিধি তেলিয়ামুড়া।২২মে।ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ড এর উদ্যোগে তেলিয়ামুড়ার অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংস্থা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় তেলিয়ামুড়া কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর হল ঘরে বুধবার অনুষ্ঠিত হল আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস,2028.
মঙ্গল প্রদীপ প্রচলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এর চিকিৎসকতথা অভিষেক পাল, কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় অধ্যক্ষ বিশুরায় দেববর্মা, সিনিয়র বিজ্ঞান শিক্ষক গৌতম সরকার, প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দাস, বিজ্ঞান শিক্ষক অলক সাহা সহ প্রমুখরা।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক চিরঞ্জীব দেব।
এ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জৈব বৈচিত্র্য রক্ষার্থে কি কি করণীয় সে সম্পর্কিত বিশদে আলোচনা রাখেন।, উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে এই সম্পর্কিত একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথীরা। বাস্তুতন্ত্র রক্ষার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সমাপ্ত হয় একদিন ব্যাপী এই সেমিনারের।
মূলত ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ড এই দিনটিকে বিভিন্ন ভাবে পালন করে থাকেন এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সাথে যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।এছাড়া এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ।

Related Post

Leave a Comment