প্রতিনিধি , উদয়পুর :-অর্থ কষ্টের টাকা ফেরতের দাবিতে উদয়পুর অমর সাগর দক্ষিণ পাড় স্থিত রিস্তা ডেভলপমেন্ট ফাউন্ডেশন কোম্পানিতে এসে হাজির হয় আগরতলার মধুবন কাঠালতলী এলাকার বাসিন্দা রেশমা লোধ নামে এক মহিলা । ঘটনার বিবরণে জানা যায় , ২০২৩ সালের ২৭ ডিসেম্বর রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে প্রথম দফায় পাঁচ হাজার টাকা দিয়ে কোম্পানিতে জয়েন করে পরবর্তী সময় ৩০ শে ডিসেম্বর আরো কুড়ি হাজার টাকা দেওয়া হয় কোম্পানিকে । সেখানে আর পি গ্রুপ করে অন্যান্য মানুষকে লোন দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে এই ধরনের টাকা কোম্পানিতে গিয়েছে বলে জানা যায়। পরবর্তী সময় , সাত দিনের একটি ট্রেনিং দেওয়া হয় । সেখানে কোন প্রকার ট্রেনিং নিতে ইচ্ছুক হননি রেশমা লোধ নামে এই মহিলা । নিজের টাকা ফেরত এর দাবিতে সোচ্চার হলে কোম্পানি তালবাহানা শুরু করে । পরে বাধ্য হয়ে মাসের পর মাস চলে গেলে এবার উদয়পুরে কোম্পানির সেই অফিসের খুঁজ পেয়ে আগরতলা থেকে ছুটে আসে, রেশমা লোধের গোটা পরিবার । পরবর্তী সময় অফিসের কর্মীদের সাথে কথা বললে তারা গোটা বিষয়টি কিছুটা চেপে যেতে চেষ্টা করে। পরে রাধাকিশোরপুর থানায় গোটা ঘটনায় খবর দেওয়া হলে বড় মাত্রায় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং কথা বলে উদয়পুরের দায়িত্বে থাকা সেই কোম্পানির কর্মীদের সাথে । কিন্তু সঠিকভাবে কোন ধরনের সদুত্তর দিতে পারছিলো না কর্মীরা। পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে পুলিশ জানায় , অফিসের কিছু নথিপত্র থানায় নিয়ে যায় এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখবে । গোটা ঘটনায় উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় ।
120
previous post