Home » কাঞ্চনপুর মহকুমায় বিরোধী দল বামফ্রন্টের ব্যাপক ধস।

কাঞ্চনপুর মহকুমায় বিরোধী দল বামফ্রন্টের ব্যাপক ধস।

by admin

ধর্মনগর প্রতিনিধি, ১৯ ফেব্রুয়ারি : ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে লাল দূর্গে ধ্বস নেমেছে । ১১৬ জন ভোটার লাল পতাকা ছেড়ে পদ্ম পতাকাকে বুকে টেনে নিয়েছেন । এই ঘটনায় কাঞ্চনপুর সিপিআইএম নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে । ঘটনা রবিবার বিকেলে কাঞ্চনপুর বাজারে । এদিন ছিল কাঞ্চনপুর হাঁটবার । সিপিআইএম কর্মী সমর্থকদের পদ্ম শিবিরে  যোগদান কে কেন্দ্র করে কাঞ্চনপুর বাজারে বিজেপি  দলের যোগদান সভা । নবাগতদের নিয়ে এদিন কাঞ্চনপুর বাজারে বিজেপির মিছিল ও পথসভা । কাঞ্চনপুর বিজেপি মন্ডল সভাপতি গৌতম রায় বিজেপি নেতা অরুন নাথ , তাপসেন্দু নাথ সহ একাধিক নেতা নবাগতদের স্বাগত জানান । সিপিআইএম এর একাধিক ব্রাঞ্চ সদস্য সহ এক ঝাঁক কর্মী বিজেপি দলে যোগ দেওয়ায় এদিন কাঞ্চনপুর বাজারে মানুষের মুখে মুখে আলোচনার ঝড় বইছে । বিজেপি দলে নবাগত সদস্যরা কাঞ্চনপুর সিপিআইএম এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন । বিজেপির দলীয় সূত্রে খবর নবাগতদের অভিযোগ দুর্নীতি বাজে , লুটেরা , সমাজ দ্রোহী কতিপয় ব্যক্তি সিপিআইএম পার্টি অফিসে চেয়ার দখল করে বসে আছেন । ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ কর্মীদের অভিযোগ নেতৃত্বরা গুরুত্ব দিচ্ছে না বলে তার বিজেপি দলে যোগ দিয়েছে । সিপিআইএম এর দলীয় সূত্রে খবর গরীব মানুষ যেদিকে সুবিধা পাবে সেদিকে যাবে । অতীতে ছিল, বর্তমানে চলছে ভবিষ্যতে থাকবে , এটা স্বাভাবিক ।

You may also like

Leave a Comment