Home » উদয়পুরে শুরু হলো রামঠাকুরের উৎসব

উদয়পুরে শুরু হলো রামঠাকুরের উৎসব

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

উদয়পুর রামঠাকুর সেবা মন্দির এসোসিয়েশনের উদ্যোগে রাম ঠাকুরের ১৬৪ তম জন্মতিথি উৎসব শুরু হয়েছে ১৭ ই ফেব্রুয়ারি থেকে । রামঠাকুর উৎসব কে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দিরকে । নানা বাহারি ফুল ও আলোকসজ্জায় সাজানো হয়েছে রাম ঠাকুরের মূল মন্দিরটিকে ‌। প্রতিদিন থাকছে বিভিন্ন দলের কীর্তন অনুষ্ঠান । উনিশে ফেব্রুয়ারি সোমবার রাম ঠাকুরের বিশেষ জন্ম তিথি পূজা উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে । গোটা উৎসবের বিষয় নিয়ে আশ্রম কমিটির পক্ষ থেকে জানানো হয় এই বছর পাঁচটি দল কীর্তনে অংশগ্রহণ করেছে । এরমধ্যে আগরতলা থেকে দুটি দল এবং আসাম থেকে তিনটি দল অংশ নেয় । আগামী একুশে ফেব্রুয়ারি বুধবার মহাপ্রসাদ বিতরণ করা হবে দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত । এইদিকে প্রতিদিন উৎসব চলাকালীন ভক্তদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আশ্রম কমিটির পক্ষ থেকে । সেই সাথে বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নগর পরিক্রমার মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটবে । গোটা উৎসবকে কেন্দ্র করে আশ্রমের ভেতর বসানো হয়েছে বিভিন্ন মেলায় আসা দোকানিদের । জমজমাট হয়ে উঠেছে উদয়পুর গিরিধারী পল্লী স্থিত রাম ঠাকুর আশ্রমের এই বছরের উৎসব ।

You may also like

Leave a Comment