Home » অগ্নিকান্ডে ভস্মীভূত শাসক দলের বুথ কার্যালয়।

অগ্নিকান্ডে ভস্মীভূত শাসক দলের বুথ কার্যালয়।

by admin

অগ্নিকান্ডে ভস্মীভূত শাসক দলের বুথ কার্যালয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ। ঘটনার বিবরনে জানা যায়, বিজেপি দলের তিন নং বুথের নির্বাচনী কার্যালয় সংলগ্ন এক দোকানে হঠাৎই আচমকায় আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় দোকান সহ বিজেপির অফিসের আংশিক অংশ ক্ষতিগ্রস্ত হয়। তৎক্ষণাৎ এলাকাবাসীরা দমকল বিভাগের কর্মীদের খবর দিলে দমকল বিভাগ ছুটে এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণরূপে দোকানটি পুড়ে যায়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে হয়তোবা আগুনটি লেগেছে। কিন্তু অনেকে আবার বলছে, দোকানে থাকা পেট্রোল ছোট কোন আগুনের সংস্পর্শে এসেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিজেপি কার্যকর্তা থেকে শুরু করে বিজেপি খোয়াই মন্ডলের সহ-সভাপতি প্রণব বিশ্বাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্যরা। অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

You may also like

Leave a Comment