প্রতিনিধি, উদয়পুর :-১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । একই সাথে গোমতী জেলার রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্র , বাগমা, মাতাবাড়ি ও কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন । এই লোকসভা নির্বাচনে যে সকল ভোট কর্মীরা নিযুক্ত রয়েছেন। সেই সকল ভোটকর্মীরা নির্বাচন কমিশন থেকে দেওয়া ভোটের বাক্স তথা ইভিএম সহ নানা সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে রওনা হয়েছেন । ভোট কর্মীদের সাথে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী । সেই সাথে উদয়পুর রমেশ ময়দান থেকে সকাল ৯ টায় ভোট কর্মীরা রওনা দেয় । দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও ভোট কর্মীরা তাদের প্রত্যেকটি বুথে গিয়ে পৌঁছানো পর্যন্ত গোমতী জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা উদয়পুর রমেশ ময়দানে গোটা বিষয়টি তদারকি করেন । এরমধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উদয়পুর রমেশ ময়দানে ভোটের কাজে নিযুক্ত হতে দেখা গিয়েছে মহিলা কর্মচারীদের কে । যা এক প্রকার কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনের কাজে এবার এগিয়ে আসলেন মহিলারাও । যা প্রশংসার যোগ্য রাখে । এদিন ভোট কর্মীরা উদয়পুর রমেশ ময়দান থেকে রওনা দেয় ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা ভোট করানোর জন্য ।
170
previous post