Home » শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কৈলাসহর তথা ঊনকোটি জেলায়

শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কৈলাসহর তথা ঊনকোটি জেলায়

by admin

প্রতিনিধি কৈলাসহর:-শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কৈলাসহর তথা ঊনকোটি জেলায়।সর্বোচ্চ ভোট পার্সেন্টিজ পাবিয়াছড়ায় এবং সর্বনিম্ন ভোট পার্সেন্টিজ জেলার কৈলাসহর মহকুমায়। জেলার কোন জায়গায় রি পোলের দাবী না উঠলেও কৈলাসহরে কংগ্রেস দল দু-একটি জায়গায় রি-পোলের দাবী তোলা হয়েছে।আজ দুপুরে জেলাশাসক অফিসে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ডা: বিশাল কুমার কংগ্রেস দলের লিখিত অভিযোগ করা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের ২৬ নম্বর পোলিং স্টেশন শ্রীনাথপুর হাই স্কুলের দক্ষিনাংশে রিপোলের সম্ভাবনা উড়িয়ে দিলেন।তিনি বলেছেন,সকল রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের সিদ্ধান্ত রিপোলের পক্ষে নয়। শুক্রবার ভোটগ্রহন ও গননা প্রক্রিয়া সহ আনুসাঙ্গিক বিষয় নিয়ে ঊনকোটি জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ডা: বিশাল কুমার।উপস্থিত ছিলেন জেলাশাসক অফিসের ডিসিএম পিন্টু দাস।জেলাশাসক প্রথমে জেলার সমস্ত ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শান্তিপূর্ণভাবে প্রচুর মাত্রায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য।তিনি বলেন জেলার কয়েকটি পোলিং স্টেশনে ভোটার বেশি থাকায় ও কয়েকটি ইভিএমে ত্রুটি থাকায় রাত পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া চলেছে।জেলাশাসক জানান জেলার পাবিয়াছড়া, ফটিকরায়,চন্ডীপুর ও কৈলাসহর এই চারটি বিধানসভায় মোট ৮৫.৬৮% ভোট পড়েছে।সবথেকে বেশি ভোট পড়েছে ৫০ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে ৮৬.৬৬% এবং কম ভোট পড়েছে ৫৩ কৈলাসহর বিধানসভা কেন্দ্র ৮১.৫৪%।স্ক্রুটিনীর কাজ সমাপ্ত হয়েছে।পাবিয়াছড়া, ফটিকরায় ও চন্ডিপুর এই তিনটি বিধানসভায় কোন ধরনের অভিযোগ ছিল না। ৫৩ কৈলাসহর বিধানসভার ২৬ নং পোলিং স্টেশন শ্রীনাথপুর হাই স্কুলের দক্ষিনাংশে রিপোলের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করা হয়েছিল কংগ্রেস দলের পক্ষ থেকে।জানা গেছে গতকাল দুপুরে ভোট প্রয়োগের সময় হঠাৎ করেই একজন ভোটার প্রত্যক্ষ করেন ইভিএম মেশিনে কংগ্রেস দলের প্রতীক চিহ্নের উপর ব্ল্যাক ট্যাপ লাগানো রয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায়।পরবর্তী সময়ে রিটার্নিং অফিসার তথা মহাকুমা শাসক প্রদীপ সরকার এবং জেলা নির্বাচন আধিকারিক ডা: বিশাল কুমার ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।আজ সাংবাদিক সম্মেলনে জেলা শাসক জানান কংগ্রেস দলের এই অভিযোগটি খতিয়ে দেখা হয়েছে।অবজারভার সমস্ত কিছু খতিয়ে দেখেছেন। প্রিসাইডিং অফিসার নিয়ম ও গাইডলাইন মেনে তাৎক্ষনিক সমস্যার সমাধান করেছেন। তাই কংগ্রেসের অভিযোগ মূলে রিপোলের কোন সম্ভাবনা নেই।

You may also like

Leave a Comment