103
প্রতিনিধি , উদয়পুর :-
শুক্রবার দুপুরে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । এদিন মাতারবাড়িতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতার বাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিষেক দেবরায়। এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছে ত্রিপুরেশ্বরী মায়ের কাছে পুজো অর্চনা করেন এবং মন্দির প্রদক্ষিণ করেন তিনি । পরে মন্দিরের পাশে থাকা মহাদেব মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী । জানা যায় রাজ্যবাসীর কল্যাণে এদিন মাতার বাড়িতে পুজো দেন তিনি । পরে পুজো অর্চনা শেষ করে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ।