
16 নভেম্বর অর্থাৎ বুধবার ছিল জাতীয় প্রেস ডে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ধর্মনগর প্রেস ক্লাবের সদস্য সদস্যরা এক রক্তদান শিবিরের আয়োজন করলো। বর্তমানে ধর্মনগর ব্লাড ব্যাংক রক্তশূন্যতায় ভুগছিল। অবস্থায় যতটুকু রক্তের যোগান দেওয়া যায় তার ব্যবস্থা করল ধর্মনগর প্রেসক্লাব। মোট ১৮ ইউনিট রক্ত দিয়ে আপাতত রক্তশূন্যতার যে ঘাটতি চলছিল তা এক দুই দিনের জন্য পূরণ করল। উল্লেখ্য ধর্মনগরে গড়ে প্রত্যেকদিন প্রায় 15 ইউনিট রক্তের প্রয়োজন হয়। এই রক্তদানে প্রেসক্লাবকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ধর্মনগর ব্লাড ডোনার্স এসোসিয়েশন। শুধুমাত্র এই রক্তশূন্যতার যোগান দেওয়া নয় যখনই কারোর রক্তের প্রয়োজন হয় তখনই ধর্মনগর প্রেসক্লাবের সদস্যরা রক্ত দিয়ে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ে। যে ১৮ জন রক্তদাতা তাদের মহাত রক্ত দান করে তার মধ্যে এমন নয়জন রক্ত আদা ছিল যারা জীবনের প্রথমবার আজ তাদের রক্তদান করে সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা স্বীকার করে দিল। ধর্মনগর প্রেস ক্লাবের সভাপতি পলাশ সেন এবং সম্পাদক পান্না ঘোষ ক্লাব সদস্যদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।