Home » বিশালগড়ে সিপিএম দলের ভাঙন অব্যাহত

বিশালগড়ে সিপিএম দলের ভাঙন অব্যাহত

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৬ নভেম্বর।। বিশালগড়ে সিপিএম দলে ধ্বস অব্যাহত রয়েছে। বুধবার বুথ বিজয় অভিযানের সপ্তম দিনে বিশালগড় বিধানসভার চেলিখলা বাজারে বিজেপির পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ৬৯ জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। তাদের বরণ করেন বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব। পথসভায় মন্ডল সভাপতি সুশান্ত দেব ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল প্রবারী অমল দেবনাথ, স্বল্পকালীন বিস্তারক দিলীপ কুমার দাস প্রমূখ। চেলিখলা মূলত কৃষিজীবী শ্রমজীবী মানুষের বসবাস। তারা দীর্ঘদিন ধরে সিপিএম দলের হয়ে কাজ করেছেন। কিন্তু সরকার পরিবর্তনের পর তারা উপলব্ধি করতে পেরেছেন কারা প্রকৃত গরিবের বন্ধু। কারণ এসব পরিবারের কাছেও সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে যাচ্ছে। তাই তারা এদিন সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগদান করেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি দলবাজি বিজেপি কখনোই করে না। একসময় গরিব মানুষেরকে নিয়ে উন্নয়নের নামে রাজনীতি হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সিপিএম দলের মিছিল মিটিংয়ে হাঁটতে হয়েছে। কিন্তু আজ সকল মানুষের কাছে সরকারি প্রকল্প পৌঁছে যাচ্ছে। মন্ডল সভাপতি আরো বলেন বিরোধী দলগুলি ভোটের পাখির মত মাঠে নামার চেষ্টা করছে। যদিও তাদের জনসমর্থন নেই। কিন্তু অশান্তির বাতাবরণ সৃষ্টি করে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছে। সিপিএম বিধায়ক ভানুলাল সাহা গত সাড়ে চার বছরে মানুষের জন্য কোন কাজ করেনি। মানুষের পাশে থাকেন নি। তাই আগামী নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন তিনি।

You may also like

Leave a Comment