রাজনীতির পাশাপাশি মানুষের সেবা করার এক দৃষ্টান্ত তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা মহিলা মোর্চার কর্মীরা । মাতাবাড়ি মন্ডল মহিলা মোর্চার সহযোগিতায় গর্জি এলাকায় এক কৃষকের ধানি জমিতে প্রচুর পরিমাণে ধান এই বছর ভালো ফসলের মুখ দেখতে পেয়েছে এক উপজাতি কৃষক । এই উপজাতি কৃষকের জমিতে ধান কেটে দিয়ে মহিলা মোর্চার কর্মীরা পাশে দাঁড়াবার এক বার্তা দিয়েছে এই দিন । সকাল আটটা থেকে গোমতী জেলার মহিলা মোর্চার কর্মীরা জেলা মহিলা মোর্চার সভানেত্রী শুক্লা মজুমদারকে সাথে নিয়ে সেই উপজাতি কৃষকের জমিতে ধানের ফসল কেটে দিয়ে পাশে দাঁড়াবার বার্তা দিয়েছে। মহিলা মোর্চার সকল কর্মীরা ধান কেটে সে সকল ধান গুলিকে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছে। আর তাতে করে কৃষক অনেকটাই উপকৃত হয়েছে তার কারণ ধানি জমি তে কাজ করা শ্রমিকের টাকা অনেকটাই বেঁচে গিয়েছে। এর ফলে খুবই খুশি উপজাতি কৃষকের গোটা পরিবার । সেবা ই সংগঠন এই মন্ত্রকে সামনে নিয়ে গোমতী জেলার মহিলা মোর্চারকর্মীরা ধানের ফসল ঘরে চলতে এদিন যে সাহায্য করেছে উপজাতি ব্যক্তিটিকে তাতে খুবই খুশি গর্জি এলাকার সাধারণ মানুষ
108