প্রতিনিধি তেলিয়ামুড়া।১৫ই জানুয়ারি।
গত ৫ বছরে তেলিয়ামুড়ায় শিক্ষা পরিকাঠামো তে ব্যাপক পরিবর্তন এসেছে। তেলিয়ামুড়ায় ইংরেজি মাধ্যমে মাধ্যমিক পর্যন্ত বিদ্যালয়টি বিগত বাম সরকারের আমলে অর্থাৎ ২০০৪ সালে পরিকাঠামো হীন ভাবে স্থাপন করেছিল তেলিয়ামুড়া শিশুবিহার চৌমুহনী এলাকায়। ওই সময়ে এই বিদ্যালয়টির নামকরণ করা হয়েছিল তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল। ওই সময়ে জনা কয়েক শিক্ষক দিয়ে পরিকাঠামোহীন ভাবে বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয়েছিল। যা কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার বিষয় নিয়ে ছিনিমিনি খেলা হত । এতে অভিভাবক মহল বেজায় ক্ষুব্ধ ছিল বিদ্যালয় এর হাল হকিকৎ প্রত্যক্ষ করে। বিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের সংখ্যাও ছিল অত্যন্ত কম।কিন্তু ২০১৮ সালের রাজ্যের বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষা ব্যবস্থার ওপর নজর পরে সরকারের। ২৮ নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতনক কল্যাণী রায়ের প্রচেষ্টায় তেলিয়ামুড়ায় ইংলিশ মিডিয়াম বিদ্যালয়টি দ্বাদশ মানের বিদ্যালয়ে পরিণত করা হয়। ধাপে ধাপে বিদ্যালয়টির পরিকাঠামো সঠিক পদ্ধতিতে নিয়ে যাওয়া হয়। এই বিদ্যালয়টি দ্বাদশ মানে উন্নীত হওয়ার পর বিদ্যালয়ে বিষয় শিক্ষক থেকে শুরু করে আসবাব পত্র সহ পরিকাঠামোর বিভিন্ন দিকগুলি উন্নীত হয় এলাকার বিধায়িকার হাত ধরে। ওনার প্রচেষ্টায় এবার তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, লাইব্রেরি এবং ল্যাব নতুন পাকা দালান বাড়ি নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে। বিধায়িকা কল্যাণী রায় জানান,, এই নতুন দালান বাড়ি নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। এই নির্মাণ কাজ চলতে থাকায় বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর পুরোনো দালান বাড়িতে বর্তমানে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন চলছে বলে জানান এলাকার বিধায়িকা কল্যাণী রায়। তিনি আরো জানান তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। এবছর তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বেগ পেতে হয়েছে। অভিভাবক মহলে দাবি উঠেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সংখ্যার বিষয়টি আরো বাড়ানোর জন্য। বিধায়িকা কল্যাণী রায় এ ব্যাপারে জানান, সংখ্যা বাড়ানোর বিষয়টি আমার নজরে রয়েছে। পরিকাঠামোর উন্নয়নে কাজ চলছে দ্রুত গতিতে। আগামী দিনে এ ব্যাপারে অবশ্যই নজর রাখা হবে বলেও জানান।
তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, লাইব্রেরি এবং ল্যাব নতুন পাকা দালান বাড়ি নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে।
107
previous post