প্রতিনিধি,গন্ডাছড়া ১৫ জানুয়ারি:- বাঙালির বারো মাসের তেরো পার্বণের মধ্যে পৌষ পার্বণ একটি। প্রতিবছরের ন্যায় এ বছরও রবিবার পৌষ পার্বণের দিনে সকাল থেকেই গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি হরির নাম সংকীর্তন শুরু হয়। আট থেকে আশি সব অংশের মানুষ নাম কীর্তনে শামিল হয়। এদিন গরিব থেকে মধ্যবিত্ত, ধনী সমস্ত মানুষজনের বাড়িতে কীর্তন যায়। এ যেন এক অন্যরকম অনুভূতি। এদিন গন্ডাছড়া দেবনাথ পাড়ার হরিনাম সংকীর্তন শুরু হয় রাদেশ দেবনাথের বাড়ি থেকে। রাদেশ বাবু জানান নাম কীর্তন সকাল আটটা থেকে শুরু হয় এবং চলে রাত দশটা এগারোটা পর্যন্ত। তিনি জানান দেবনাথ পাড়ার নাম কীর্তন মূলত মেয়ে লোকেরাই করে থাকেন। কীর্তনে পুরুষের তুলনায় মহিলারা বেশি অংশগ্রহণ করে। পাড়ার প্রতিটি বাড়ি বাড়ি হরিনাম কীর্তন করা হয়। কীর্তন শেষে পুনরায় রাদেশ দেবনাথের বাড়িতে গিয়ে পাড়ার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করেন। পূর্বপুরুষের আমল থেকে এই ভাবে নাম কীর্তন করে আসছে, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও এভাবে নাম কীর্তন জারি থাকবে বলে রাদেশ দেবনাথ জানান।
126