Home » বিমানবন্দরে আটক আনুপ্রবেশকারী ২ বাংলাদেশী নাগরিক

বিমানবন্দরে আটক আনুপ্রবেশকারী ২ বাংলাদেশী নাগরিক

by admin

প্রতিনিধি মোহনপুর:-বাংলাদেশ থেকে অবৈধ পথে অনুপ্রবেশ করে এমবিবি বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের হাতে আটক দুই বাংলাদেশি নাগরিক। অভিযুক্তরা বিমান করে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে নিরাপত্তা কর্মীরা তাদের আটক করে। পরবর্তী সময়ে অভিযুক্তদের তুলে দেওয়া হয় এয়াপোর্ট থানা পুলিশের হাতে।
প্রতিনিয়ত বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত বাংলা সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে। সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, আবার বিমানবন্দরে প্রতিনিয়ত আটক করা হচ্ছে তাদের। বৃহস্পতিবার এমবিবি বিমানবন্দর দিয়ে অবৈধভাবে ভারতের অন্য রাজ্যে পাড়ি দেয়ার সময় এই দুই নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে নিরাপত্তা কর্মীরা। অভিযুক্তরা হল সুমাইয়া মুকদার শেখ ও তাজমিরা মোল্লা।দুজনেই নরাইল জেলার বাসিন্দা। এদিকে উপযুক্তদের হাতে পেয়ে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ চেষ্টা করছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে ভারতীয় সহযোগীদের জালে তোলা যায় কিনা। যার মধ্য দিয়ে ভারতের ভূখণ্ডে থাকা ভারতীয় বেইমানদের নাস্তানাবোধ করতে চাইছে এয়ারপোর্ট থানা পুলিশ।

You may also like

Leave a Comment