85
প্রতিনিধি, বিশালগড়, ১৪ এপ্রিল।। চৈত্রের শেষ দিনেও ছিল তীব্র দাবদাহ। কাঠফাটা রোদ উপেক্ষা করে চৈত্র মাসের শেষ দিনে বিশালগড় বাজারে কেনাকাটার ধুম লাগে। কাপড়চোপড়, পূজার্চনার আয়োজন, ফল সবজি সহ সকল দোকানে ছিল উপচে পড়া ভিড়। চৈত্রের দুপুরে প্রখর রৌদ্রতাপে হাসফাস অবস্থা। পথচারী থেকে শুরু করে ক্রেতা বিক্রেতার জলতেষ্টা মেটানোর ব্যবস্থা করে বিধায়ক সুশান্ত দেব। শুক্রবার বিশালগড় নিউমার্কেট, ব্রীজ চৌমুহনী এবং মোটর স্ট্যান্ডে তিনটি জলছত্র বসানো হয়। দলের কার্যকর্তারা লেবুর সরবত খাইয়ে ক্রেতা বিক্রেতা পথচারীদের তেষ্টা মেটানোর চেষ্টা করে। বিধায়ক সুশান্ত দেব উপস্থিত থেকে পানীয় জল এবং সরবত বিতরণ করেন।