Home » ত্রিপুরা নাথযোগী ফোরামের ডেপুটেশন

ত্রিপুরা নাথযোগী ফোরামের ডেপুটেশন

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া – ত্রিপুরা নাথযোগী ফোরামের উদ্যোগে মঙ্গলবার ধর্মনগর পুর পরিষদে এক প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন দুপুরে সমাধি জমি প্রদান সহ ১৯ দফা দাবি সনদ পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ বিকাশ দে’র হাতে স্মারকলিপি তুলে দেন ত্রিপুরা নাথযোগী ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথ। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক অমরেশ দেবনাথ, প্রাক্তন সহ-সভাপতি অজয় দেবনাথ, সদস্য প্রনয় নাথ প্রমুখরা। চেয়ারম্যান শ্রীদে তাদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে তাদের আশ্বাস দেন নাথযোগীদের জন্য সমাধিস্থলের ব্যবস্থা করা হবে এবং ইতিমধ্যেই এর জন্য জমির খোঁজ চলছে। জমি পাওয়ার পর চারিদিকে বাউন্ডারি দেওয়াল দিয়ে তা নাথযোগী ফোরামের কাছে অর্পণ করে দেওয়ারও আশ্বাস দেন। চেয়ারম্যানের এহেন আশ্বাসে খুশি ফোরামের কর্মকর্তারা।

You may also like

Leave a Comment