Home » ইচাছড়ায় কৃষি উন্নয়ন ও গবেষণা প্রশিক্ষন কেন্দ্রর উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

ইচাছড়ায় কৃষি উন্নয়ন ও গবেষণা প্রশিক্ষন কেন্দ্রর উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

মঙ্গলবার কাকড়াবন বিধানসভা কেন্দ্রের ইচাছড়া কৃষি ও কৃষক কল্যান দপ্তরের উদ্দ্যেগে রাজ্যের অর্থ ও পরিকল্পনা দপ্তরের মন্ত্রীর হাত ধরে অনুষ্ঠিত হল কৃষি উন্নয়ন ও গবেষণা প্রশিক্ষন কেন্দ্রের। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ছাড়াও এদিন উপস্থিত ছিলেন গোমতী জেলার জিলা পরিষদের সহকারি সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ কৃষিও কৃষক কল্যান দপ্তরের কাকড়াবনের এস এ রাজু মজুমদার সহ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি গন। সভায় সভাপতিত্ব করেন কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা। অর্থমন্ত্রী বলেন , রাজ্য সরকার রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ নিয়ে কাজ শুরু করেছে।২০১৮ সালের আগে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজার জাত করার জন্য কৃষকদের জন্য কোন কাজ করেনি। ২০১৮ সালের পর এই‌ রাজ্যে কৃষকদের জন্য কাজ শুরু হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা তাদের একাউন্টে দিয়ে দিয়েছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল ফলাতে গিয়ে যদি কোন অসুবিধা হয় তার জন্য এলাকায় কৃষক সেন্টার খোলা হয়েছে। সহায়ক মূল্যে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছেন। কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল বাজার জাত করতে পারেন সেই‌জন্য‌ সরকার বিভিন্ন জায়গায় বাজার সেড তৈরি করে দিয়েছে । এছাড়া রাজ্য সরকার কৃষকদের কৃষিযাত ফসল উৎপাদন করে বাজার জাত করতে পারেন সরকার সবসময় কৃষকদের পাশে আছেন বলে জানান।এই অনুষ্ঠানে কয়েকজন কৃষকের হাতে কৃষি সামগ্ৰী তুলে দেওয়া হয়। গোটা অনুষ্ঠানটি কে কেন্দ্র কৃষকদের উপস্থিতি ছিল বেশ‌ লক্ষ্যনীয় ।

You may also like

Leave a Comment