101
প্রতিনিধি মোহনপুর:-বাবুটিয়া রাঙ্গুটিয়া গ্রামে গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল বাবুটিয়া ফাঁড়ির পুলিশ। উদ্ধার করা হয় অবৈধ এসকফ। রাঙ্গুটিয়ার নারায়ন দাসের বাড়িতে অবৈধ-নেসা সামগ্রী মজুদ রয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। সেই খবরের ভিত্তিতে তাঁর বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে ৭৫ বোতল অবৈধ এসকফ। এই বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এন্থনি জমাতিয়া।