Home Uncategorized মাতৃহারা শিশুর পাশে বিধান শিশু উদ্যান

মাতৃহারা শিশুর পাশে বিধান শিশু উদ্যান

by admin
0 comment 75 views

 প্রতিনিধি, বিশালগড় , ১২ জুন।। গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা গ্রামের অবুঝ শিশু রাজদীপের পাশে দাঁড়ান বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। শিশুটি মাতৃহারা। মায়ের অকাল মৃত্যুর পরে শিশুটির মামার বাড়িতে ঠাঁই হয়েছে। বাবা খোঁজ রাখেননা। দাদু দিদা শিশুর লালন পালন করছে। শিশুটি বর্তমানে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করে। সেই অভাগা শিশুর পাশে দাঁড়ান বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা ত্রিপুরা শাখা। বুধবার মেধা অন্বেষার ত্রিপুরা শাখার কনভেনার শিক্ষাবিদ মনোজ রায় শিশুটির বাড়িতে যান। বই খাতা কলম ইত্যাদি শিক্ষা সামগ্রী তুলে দেন শিশু রাজদীপের দাদু হরিপদ গোস্বামীর হাতে। শিশুর দাদুর খাতায় মোবাইল নম্বর লিখে দিয়ে মনোজ বাবু বলেন যে কোন সময় ফোন করবেন। আগামীদিনে শিশুটির শিক্ষা ক্ষেত্রে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Related Post

Leave a Comment