Home Uncategorized বিশালগড়ে মহিলা মোর্চার কৃতি সংবর্ধনা

বিশালগড়ে মহিলা মোর্চার কৃতি সংবর্ধনা

by admin
0 comment 60 views

প্রতিনিধি, বিশালগড় ,।। মেধাবী ছাত্র রামজয় সাহা এবং সৌম্যদীপ ভৌমিক বিশালগড়ের মুখউজ্জ্বল করেছে । টিবিএসই পরিচালিত মাধ্যমিক পরিক্ষায় সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতনের দুই ছাত্র রামজয় সাহা এবং সৌম্যদীপ ভৌমিক। রামজয় সাহা চতুর্থ এবং সৌম্যদীপ ভৌমিক নবম স্থান দখল করেছে। পরিক্ষার ফল প্রকাশের পর থেকে সংবর্ধনার জোয়ারে ভাসছে এই দুই কৃতী ছাত্র। শনিবার তাদের সংবর্ধিত করে মহিলা মোর্চার বিশালগড় মন্ডল কমিটি। বিজেপির মন্ডল কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব সহ মহিলা মোর্চার নেত্রী সম্পা সরকার, সপ্না দেবনাথ, অতসী দাস প্রমূখ। কৃতীদের কপালে চন্দন পরিয়ে উত্তরীয় এবং ফুলের তোরায় বরন করা হয়। দুই কৃতী ছাত্রের হাতে তুলে দেয়া হয় স্মার্ট ওয়াচ। দুই মেধাবী ছাত্রের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বিধায়ক সুশান্ত দেব সহ মহিলা মোর্চার নেতৃবৃন্দ।

Related Post

Leave a Comment