
প্রতিনিধি, বিশালগড়,।। যেমন কথা ঠিক তেমনি কাজ। মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসনিক সহয়তা নিয়ে নেহালচন্দ্র নগরে ছুটে গেলেন বিশালগড়ের নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেব। গত বুধবার গভীর রাতে নাশকতামূলক অগ্নিসংযোগ করে বিশালগড় থানাধীন নেহালচন্দ্র নগর বাজারটি ছারখার করে দেয় দুষ্কৃতকারীরা। প্রায় ২০ টি দোকান সম্পুর্নভাবে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্থরা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। ঘটনার পরদিন ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন বিধায়ক সুশান্ত দেব। তিনি দোষীদের শান্তি প্রদান সহ ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন। কথা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাসকে সঙ্গে নিয়ে নেহালচন্দ্র নগরে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব। ক্ষতিগ্রস্থদের হাতে প্রাথমিক সহায়তা রাশির চেক তুলে দেন বিধায়ক এবং মহকুমা শাসক। বিধায়ক সুশান্ত দেব জানান প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু হয়েছে। এরপর তাদের ক্ষতিপূরণ বাবদ সরকারি সহায়তা প্রদান করা হবে। তিনি আবারও সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দেন। বলেন আমি বিশালগড়ের আপামর জনতার বিধায়ক। আমি কোন সন্ত্রাসীর বিধায়ক নই। বিশালগড়ের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্র যারা করবে তাদের বরদাস্ত করা হবে না। নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেবের ভূমিকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নতুন করে বাঁচার রসদ পেয়েছে। আবার ব্যবসা বাণিজ্য শুরু করে সংসার প্রতিপালনের আশার আলো দেখছে তারা।