বেতাগা পাল পাড়া থেকে উদ্ধার এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ।
ঘটনার বিবরনেজানাযায় শুক্রবার সকাল আনুমানিক ৮ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার থানায় খবর আসে বেতাগা পাল পাড়ায় এক ব্যাক্তির ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকাবাসী। ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে ছুটে যান শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্তদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঐ ব্যাক্তিকে মৃত বলে ঘোষনা করেন। মৃতব্যাক্তি বেতাগা পাল পাড়ার বাসিন্দা। উনারনাম সুনিল নট্ট ( ৪৫ )। মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ। এই অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান শান্তির বাজার থানার এ এস আই মানিক বিশ্বাস। তিনি জানান মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। সুনিল নট্টের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।