,কল্যাণপুর প্রতিনিধি…. খোয়াই জেলার ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে এবছর বিজেপি প্রার্থী পিনাকী দাস চৌধুরী রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। এই জয়ের সাথে সাথে গোটা কল্যাণপুর জুড়ে দারুণ উন্মাদনার ভাব পরিলক্ষিত হয়। এবার শুরু বিজয় উৎসবের পালা। আজ জয়দুর্গা শক্তি কেন্দ্রের উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ কল্যাণপুরের শীর্ষস্থরের বিজেপি নেতৃত্বদের সামনে রেখে বিজয় মিছিল সংঘটিত করা হয়। এই বিষয়ে মিছিলে সমস্ত অংশের উপস্থিতি পরিলক্ষিত হয়। রীতিমতো নেচে গেয়ে গেরুয়া আবির খেলে ব্যান্ডের তালে তালে সঙ্গত করে বিজয় উৎসবে কোমড় দুলাতে দেখা যায় আট থেকে আশি সকলকে।
পূর্বঘোষিত সুচি অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার দুপুর বারোটা নাগাদ বিজেপি কল্যাণপুর মন্ডল কমিটির অন্তর্গত জয়দুর্গা শক্তি কেন্দ্রের উদ্যোগে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই বিজয় উৎসবে শামিল হন প্রায় সব অংশের সাধারণ মানুষজন।
স্থানীয় বাজার কলোনির নাট মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে কল্যাণপুর সৎসঙ্গ আশ্রম হয়ে বাজার কলোনি ঘুরে কল্যাণপুর বাজার হয়ে বিএমএস অফিসের মাঠ অর্থাৎ নতুন মোটর স্ট্যান্ডে গিয়ে শেষ হয় উদ্বেলিত এই মিছিল।
এই বিজয় মিছিলের অগ্রভাগে অন্যান্যদের মধ্যে ছিলেন এলাকার নবনির্বাচিত বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জয় দুর্গা শক্তি কেন্দ্রের প্রমুখ তাপস দেবরায়, বিজেপি দলের জেলা নেতৃত্ব সোমেন গোপ, কল্যাণপুর মণ্ডল কমিটির সহ সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য প্রমুখ।
এই বিজয় উৎসবে শামিল থেকে নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে গিয়ে পিনাকী দাস চৌধুরী উনাকে দ্বিতীয়বারের মতো কাজ করার সুযোগ প্রদান করায় কল্যাণপুর বাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শ্রী দাস চৌধুরী আশা প্রকাশ করে বলেন সকলকে সাথে নিয়ে কল্যাণপুরকে শ্রেষ্ঠ কল্যাণপুরে পরিণত করতে পারবেন। এই বিজয় উৎসব থেকে বিধায়ক পিনাকী দাস চৌধুরী উনার সমস্ত ধরনের কার্যকর্তা সহ গোটা কল্যাণপুর বাসীর প্রতি আবেদন রেখে বলেন যেহেতু বোর্ডের পরীক্ষা সহ বিভিন্ন স্তরের পরীক্ষা চলছে, তাই কোনভাবে এই আনন্দের বহিঃপ্রকাশ যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত তৈরি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব নিতে হবে।
কল্যাণপুরে জয় দুর্গা শক্তি কেন্দ্রের উদ্যোগে বিজয় মিছিল
93
previous post