প্রতিনিধি, বিশালগড়, ১১ ডিসেম্বর।। ধারালো অস্ত্র সমেত পুলিশের জালে ধরা পড়েছে এক কংগ্রেস সমর্থক। গত ২ নভেম্বর বিশালগড় থানাধীন রাউৎখলায় বোমাবাজি সহ হামলা হুজ্জতির মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। প্রায় চল্লিশ দিন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে শনিবার রাতে বিশালগড়ের অফিসটিলা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃতের নাম সাগর লস্কর ওরফে ভোলা। তার বাড়ি রাউৎখলায়। এই রাউৎখলায় বেশ কয়েকটি গোলমাল কান্ডে অভিযুক্ত সে। মানুষের মধ্যে আস্থা অর্জন করতে এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে শনিবার বিশালগড়ে ফ্ল্যাগমার্চ করে যৌথ বাহিনী। সন্ধ্যার পর নেশাখোর এবং সমাজবিরোধীদের ধরপাকর শুরু করে পুলিশ। অফিসটিলায় নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পায় যৌথ বাহিনী। দেশি বলাতি মদ, ফ্রিজ বাজেয়াপ্ত করা হয়। একটি রেস্টুরেন্টে অভিযানে গিয়ে সাগর লস্করকে পেয়ে যায় পুলিশ। পালানোর চেষ্টা করেছিল সে। কিন্তু পারেনি। তার পকেটে ভয়ঙ্কর চাইনিজ অস্ত্র ন্যাকেল পাঞ্চিং গ্রিপ ছিল। এটি একটি ধারালো অস্ত্র। চার আঙুলের ফাঁকে ব্যবহার করা হয়। এই অস্ত্রে নিমিষেই ঘায়েল করা সম্ভব। এমনকি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এই ফিঙ্গার ন্যাকেল পাঞ্চিং গ্রিপ চীন দেশে খুব জনপ্রিয়। চীনের লাল সেনারা এগুলো ব্যবহার করে। এই ভয়ঙ্কর চাইনিজ অস্ত্র এখন ত্রিপুরার কংগ্রেস কর্মীদের হাতে ! রাজধানীতে কংগ্রেস ভবন থেকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা সবাই দেখেছে। বিশালগড়ে কংগ্রেস নেতার রিভলবার বিলি করার ভিডিও প্রকাশ্যে চলে এসেছে। এছাড়া বোমা নিক্ষেপের ঘটনা সংগঠিত করেছে। এবার ভয়ঙ্কর ন্যাকেল পাঞ্চিং গ্রিপ নিয়ে ঘুরছে কংগ্রেস কর্মীরা। বোমা বন্দুক দা লাঠি ন্যাকেল পাঞ্চিং গ্রিপ ইত্যাদি অস্ত্র নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কংগ্রেস। একের পর এক ঘটনা সামনে আসতে শুরু হয়েছে। ষড়যন্ত্রের পর্দাফাস হচ্ছে। রবিবার ধৃত সাগর লস্করকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে বিশালগড় থানার পুলিশ। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছিল তদন্তকারী অফিসা। আদালত চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। সরকারি আইন গৌতম গিরি জানান আগামী ১৪ ডিসেম্বর তাকে ফের আদালতে তোলা হবে। উল্লেখ্য গত ২ নভেম্বর বিশালগড় রাউৎখলায় দুই কংগ্রেস নেতার নেতৃত্বে অশান্তির আগুন জ্বলে উঠে। আগ্নেয়াস্ত্র বিলি, বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ইত্যাদি ঘটে। আক্রান্ত হয় দমকল বাহিনী। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে। ছয় জন পুলিশের জালে ধরা পড়ে। বাকিরা পালিয়ে বেড়াচ্ছে। অবশেষে শনিবার রাতে ঘটনার অন্যতম অভিযুক্ত সাগর লস্কর ধরা পড়ে পুলিশের জালে।
ভয়ঙ্কর চাইনিজ অস্ত্র ন্যাকেল পাঞ্চিং গ্রিপ সহ পুলিশের জালে এক কংগ্রেস কর্মী
by admin
written by admin
113
previous post