Home » খোয়াই জাম্বুরা শিব মন্দিরে রুদ্র মহাযজ্ঞ

খোয়াই জাম্বুরা শিব মন্দিরে রুদ্র মহাযজ্ঞ

by admin

খোয়াই জাম্বুরা স্থিত শিব মন্দিরে অন্যান্য বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হলো রুদ্র মহাযজ্ঞ দীক্ষা প্রদান অনুষ্ঠান। প্রায় এক দশক ধরে অনুষ্ঠিত হয়ে আসছে রুদ্র মহাযজ্ঞ ও দীক্ষা প্রদান। এ বছরের জাম্বুরা স্থিত শিব মন্দিরের মহাযজ্ঞ অন্যান্য বছর থেকে একটু অন্য মাত্রা বয়ে এনেছে। কারণ এবছর রুদ্র মহাযজ্ঞ ও দীক্ষা প্রদানে উপস্থিত হয়েছেন নাথ ধর্মের গুরুজি ওড়িশা কেয়ার ব্যাংক মঠের মঠাধীশ মহন্ত যোগী শিবনাথ জী মহারাজ ও স্বামী কৈবল্য নাথ জী মহারাজ। এই রুদ্র মহাযজ্ঞ খোয়াই জাম্বুরা স্থিত শিব মন্দির প্রাঙ্গন জমজমাট পরিবেশ গড়ে উঠেছে। গতকাল সন্ধ্যা পাঁচটায় শিব মন্দির প্রাঙ্গণে শিব গীতা পাঠ ও ধর্মালোচনা অনুষ্ঠিত হয়। আজ সকাল ৬ঃ৩০ মিনিটে শিব মন্দিরে শিব পূজা অনুষ্ঠিত হয় এবং রুদ্র মহাযজ্ঞ সকাল 9 টায় শুরু হয় ।এই মহাযজ্ঞের প্রারাম্ভে নাথ ধর্মের নারী পুরুষ কাতারে কাতারে শিব মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। সকলেই যজ্ঞের সামগ্রী হাতে করে নিয়ে আসেন এবং যজ্ঞের কাজ শুরু করেন নাথ ধর্মের গুরুজি যোগী শিবনাথ জি মহারাজ। বেলা বারোটায় যারা উপনয়ন এবং দীক্ষা গ্রহণ করবেন তাদেরকে দীক্ষা এবং উপনয়ন প্রদান করেন যোগী শিবনাথ জী মহারাজ। এবং বেলা দুইটা থেকে শিব মন্দির প্রাঙ্গনে সকলের জন্য মহা প্রসাদের ব্যবস্থা করা হয়। খোয়াই জাম্বুরা স্থিত শিব মন্দির যদিও নাথ সম্প্রদায়ের মানুষের মন্দির, তবুও এই এলাকার এবং খোয়াইয়ের হিন্দু ধর্মপ্রাণ মানুষ এই মন্দিরটি শ্রী বৃদ্ধি ঘটানোর লক্ষ্যে মন্দির কর্তৃপক্ষের পাশে থাকছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সকলেই সামিল হচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে মহা প্রসাদ এর ব্যবস্থাপনাতে বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই এর প্রভারী অভিজিৎ দত্ত ভৌমিক এবং সম্পাদক বিজয় গোপ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। আগামী দিনে এই মন্দিরের শ্রী বৃদ্ধির ক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ খোয়াই জেলার সমস্ত কার্যকর্তা প্রস্তুত থাকবে বলে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মন্দির কমিটিকে আশ্বস্ত করা হয়।

You may also like

Leave a Comment