প্রতিনিধি, উদয়পুর :-
কাঁকড়াবন ৩৩ শালগড়া বিধানসভা কেন্দ্রের যুব মোর্চা উদ্যোগে নতুন ভোটারদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাকড়া বন কমিউনিটি হলে । ত্রিপুরা রাজ্যের প্রথম নতুন ভোটারদের সংবর্ধনা অনুষ্ঠান করা হলো কাকড়াবনে । আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উদয়পুর বিজেপির জেলা সভাপতি অভিষেক দেবরায় , রাজ্য যুব মোর্চা সভাপতি নবাদুল বণিক, কাঁকড়াবন ৩৩ শালগড়া মন্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার সহ আর অনেকে । বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় বলেন, দেশ গড়ার কারিগর হল ছাত্র ছাত্রী । ভোট গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের অধিকার প্রয়োগ করবেন সকলে । আজকের সংবর্ধনা দেওয়ার কারণ হলো ছাত্র-ছাত্রীরা নিজের উদ্যোগে এটা যেন বুঝতে পারে । যে সে একজন গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্র সমাজে বাস করছে এবং ছাত্র-ছাত্রীদের ভোটদানের প্রয়োগ রয়েছে অপরিসীম । এদিন নতুন ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ।