Home » আশা কর্মীদের নিয়ে একদিবসীয় কর্মসূচি অনুষ্ঠিত ফটিকরায়ে

আশা কর্মীদের নিয়ে একদিবসীয় কর্মসূচি অনুষ্ঠিত ফটিকরায়ে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আজ ১১ই ডিসেন্বর ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে ফটিকরায় মন্ডলের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মী,আশা কর্মী ও মিডডে মিল কর্মীদের নিয়ে এক দিবসীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস ও জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য বরিষ্ট নেতৃত্ব।আশা কর্মী এবং মিড ডে মিল কর্মীরা তাদের বেতন বৃদ্ধির জন্য কিছু দিন পূর্বেই ধন্যবাদ জানিয়েছিলেন রাজ্য সরকারকে।

You may also like

Leave a Comment