121
প্রতিনিধি কৈলাসহর:-আজ ১১ই ডিসেন্বর ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে ফটিকরায় মন্ডলের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মী,আশা কর্মী ও মিডডে মিল কর্মীদের নিয়ে এক দিবসীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস ও জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য বরিষ্ট নেতৃত্ব।আশা কর্মী এবং মিড ডে মিল কর্মীরা তাদের বেতন বৃদ্ধির জন্য কিছু দিন পূর্বেই ধন্যবাদ জানিয়েছিলেন রাজ্য সরকারকে।