প্রতিনিধি, উদয়পুর :-
মাটি বোঝাই ট্রাক গাড়ি ও যাত্রী বোঝায় মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই শিশুসহ মারুতি গাড়ির ড্রাইভার । ঘটনা রবিবার দুপুরে উদয়পুর পুলিশ লাইন জাতীয় সড়কে । ঘটনার বিবরণে জানা গিয়েছে , রবিবার দুপুরে বাগমা থেকে উদয়পুরের দিকে আসার পথে পুলিশ লাইন জাতীয় সড়কে মাটির গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে মারুতি গাড়ির । দুর্ঘটনার সাথে সাথেই মারুতি গাড়ির সামনের দিকে একেবারেই দুমড়ে মুচড়ে যায় । মারুতি গাড়ির ভেতরে আটকে পড়ে দুই শিশু । পরবর্তী সময় দুর্ঘটনার খবর দেওয়া হয় উদয়পুর দমকল দফতরে । দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাইন এলাকায় দুর্ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা । ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ এবং দমকল দপ্তরের কর্মীরা যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসা করানোর জন্য । এদিন দুর্ঘটনা গ্রস্থ টি আর ০১ জেড ০৫৩৪ নম্বরের মারুতি গাড়িটি দ্রুত বেগে থাকার কারণে মাটি বোঝায় টিআর ০৩ এ ১৯০৩ নাম্বারের ট্রাক গাড়ির সাথে সজোরে আঘাত করে বলে অভিমত পথ চলতি সাধারণ মানুষের । রবিবার দুপুরে এই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে একটা সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয় । পরে পুলিশি হস্তক্ষেপে যানজট মুক্ত হয় এবং গাড়ি দুটিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয় । এদিনের যান দুর্ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় পুলিশ লাইন এলাকায় পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য গাড়ি চালক ও যাত্রীদের মধ্যে ।