
প্রতিনিধি, বিশালগড়, ১০ ডিসেম্বর।। গাঁজা বাগানে হানা দিল বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানার পুলিশ। এই দুই থানা এলাকায় সরকারি জমিতে গাঁজা সাম্রাজ্য গড়ে উঠেছে। যদিও পুলিশ গাঁজা বাগান ধ্বংস করার কাজ শুরু করেছে। কিন্তু ফসল ঘরে ওঠার আগেই সবগুলো বাগানে পুলিশ পৌঁছতে পারবে কি-না সেটাই দেখার। যা-ই হোক রবিবার বড় সাফল্য পায় বিশালগড় এবং বিশ্রামগঞ্জ থানা। বিশালগড় থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ টিএসআর মহিলা পুলিশের অভিযানে ধ্বংস হয় ৬৭৫০০ টি গাঁজা গাছ। এদিন নেহল চন্দ্রনগরের হাজারি চৌমুহনী এলাকায় ৪৮ কানি গাঁজা বাগানে হানা দেয় যৌথ বাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা অভিযানে ধ্বংস করা হয় বিশাল গাঁজা সাম্রাজ্য। অপরদিকে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ পুলিশ টিএসআর বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েন লাটিয়াছড়া এডিসি ভিলেজে। সেখানকার রামকৃষ্ণ পাড়ায় ৪ টি বাগানে অভিযান চালিয়ে প্রায় দশ হাজার গাঁজা গাছ কাটা হয়েছে।