Home » এম্বুলেন্সের ড্রাইভারের গাফিলতীতে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রান হারালো এক ব্যক্তি

এম্বুলেন্সের ড্রাইভারের গাফিলতীতে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রান হারালো এক ব্যক্তি

by admin

এম্বুলেন্সের ড্রাইভারের গাফিলতীতে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রান হারালো এক ব্যক্তি।

ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রবিবার রাত্র আনুমানিক ১১ টা ৩০ মিনিট নাগাদ অংশাজাই মগ নামে এক রুগি চিকিৎসারজন্য আসে। রুগির অবস্থা আশঙ্কাজনক দেখে কর্ত্যরত চিকিৎসক রুগির উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসাপাতলে রেফারকরে। রেফার করাপর বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বেশকয়েকবার এম্বুলেন্স চালককে ফোন করে। চিকিৎসকের ফোনে কোনোপ্রকার সারাদেয়নি এম্বুলেন্স চালক প্রশান্ত লোধ। পরবর্তী সময় কর্তব্যরত চিকিৎসক কোনোপ্রকার উপায় নাপেয়ে ১০২ নাম্বারে ডায়েল করে এম্বুলেন্স আসার জন্য বলেন। কিন্তু ১০২ এম্বুলেন্স জোলাইবাড়ী থেকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসার আগেই বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রান ত্যাগকরে অংশাজাই মগ। সোমবার এইনিয়ে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জানান বিগতদিনেও এম্বুলেন্স চালক প্রশান্ত লোধের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এই সকল অভিযোগের পরেও দপ্তর এম্বুলেন্স চালকের বিরুদ্ধে কোনোপ্রকার পদক্ষেপগ্রহন করেননি। গতকাল রাতে প্রশান্ত লোধের খামখেয়ালীপনায় প্রান হারালো এই রুগি। এম্বুলেন্স চালক কোনোপ্রকার ছুটি ছারাই হাসপাতাল থেকে বাড়ীতে চলেযায়। উনাকে প্রতিনিয়ত সময় মতো ফোন করে পাওয়াযায়না বলে অভিযোগ। এম্বুলেন্স চালককে থাকারজন্য সরকারি কোয়াটার দেবিরপরেও তিনি কোয়াটারে নাথেকে প্রতিনিয়ত বাড়ীতে চলেযান। অপরদিক এই অভিযোগের কথা এম্বুলেন্স চালকের নিকট জানতে চাইলে এম্বুলেন্স চালক জানান কোয়াটারে যে পরিমানে রেন্ট রাখাহয় তা দেওয়া উনার পক্ষে সম্ভবহয়েউঠেনা। গতকাল রাতে উনার মোবাইলে ভলিওম কমানো থাকায় ফোন এসেছেযে তিনি বলতে পারেনি বলে জানান। বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এইভাবে এম্বুলেন্স পরিষেবাজন্য রুগির মৃত্যুতে কেন্দ্রকরে এম্বুলেন্স চালকের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টিহচ্ছে লোকজনদের মধ্যে। এখন দেখার বিষয় এম্বুলেন্স চালকের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

You may also like

Leave a Comment