প্রতিনিধি, গন্ডাছড়া ৯ জানুয়ারি:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে সোমবার বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান সংঘটিত করা হয়। এদিন রাইমাভ্যালী বিধানসভা এলাকার ৩৭ নং বুথে ছিল বাড়ি বাড়ি জনসম্পর্ক কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং, বিজেপি ধলাইজেলা কমিটির সহ-সভাপতি তথা ডুম্বুরনগর আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা, জেলা কমিটির সম্পাদিকা সতী চাকমা, মন্ডলের মহিলা মোর্চা সভানেত্রী বর্না দাস মন্ডল, রাইমাভ্যালী মন্ডলের কোষাধ্যক্ষ তপন চৌধুরী সহ একাধিক বিজেপি নেতৃত্ব। বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান শেষে জেলা সহ-সভাপতি বিকাশ চাকমা জানান ৩৭ নং বুথ এলাকার ৯৯ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর থেকে শুরু করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করছে। এতে করে এলাকার মানুষ দারুনভাবে খুশি। এমত অবস্থায় তাদের একটাই বক্তব্য ২০২৩ এ আবার বিজেপি সরকার চায়। এদিনের জন সম্পর্ক অভিযানকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
87