প্রতিনিধি , উদয়পুর :-
আগামী দুই মাস পরেই রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন । বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই শাসক দল বিজেপি রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছে । চারিদিকে চলছে জোড় প্রচার । সেই সাথে শুরু হয়েছে বিভিন্ন এলাকা জুড়ে জনসম্পর্ক অভিযান । একই সাথে চলছে বুথ অফিস উদ্বোধনের পালা । শনিবার ৩২ মাতারবাড়ি মন্ডলের চন্দ্রপুর বেলতলীতে বিজেপি ৩৩ নং বুথ অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় । ফিতা কেটে তার উদ্বোধন করেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ । সাথে উপস্থিত ছিলেন বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, ৩২ মাতাবাড়ি মন্ডল সভাপতি সহ প্রমূখ । বুথ অফিস উদ্বোধন শেষে বিধায়ক কর্মীদের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে বলেন , ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ৩২ মাতারবাড়ি মন্ডলে ৩৩ নং বুথের দলীয় সমস্ত কাজকর্ম এই বুথ অফিস থেকে সংগঠিত করা হবে । প্রতিদিন দলীয় কর্মীরা এই বুথ অফিসে সন্ধ্যায় দলীয় কাজকর্ম সারবেন । একই সাথে এলাকার বিভিন্ন সমস্যার সমাধান যাতে দ্রুত করা যায় তার সিদ্ধান্ত এই বুথ অফিস থেকেই যেন নেওয়া হয় । সেই সাথে প্রতিদিন দলীয় কর্মীরা এই বুথ অফিসে সন্ধ্যায় দলীয় কাজকর্ম সারবেন বলে বক্তব্য তুলে ধরেন বিধায়ক । এদিন বুথ অফিসকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়