প্রতিনিধি তেলিয়ামুড়া।৯ই ডিসেম্বর।
আবারো আসতেই হবে বিজেপি সরকার। রাজ্যের প্রত্যেকটি মানুষের উন্নয়নের জন্য দরকার বিজেপি সরকার। পেয়েছি জল। পেয়েছি রেশনে দুই টাকা কিলো চাল। ডাল।এমনকি চাপাতো আমরা এখন পাচ্ছি রেশনে। এ কথাগুলি অত্যন্ত হাসিমুখে বলছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের পৌর পরিষদের পাচ নম্বর ওয়ার্ডের কল্পনা সূত্রধর। রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের মতো তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রেও ভারতীয় জনতা পার্টির ঘর ঘর বিজেপি কর্মসূচি চলছে। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ৫৪টি বুথেই রোজই কোনো না কোনো পাড়ায় তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায়ের নেতৃত্বে মন্ডল নেতৃত্ব সহ শাখা সংগঠনের কার্যকর্তারা বাড়ি বাড়ি মানুষের সুবিধা অসুবিধা শুনছেন। একই সঙ্গে কেন্দ্রীয় এবং রাজ্যের বিজেপি সরকারের নানান প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন কিনা সেগুলিও জেনে নিচ্ছেন। আরো কি করা যায় সেই বিষয়গুলিও সাধারণ মানুষ থেকে বাড়ি বাড়ি গিয়ে শুনছেন বিধায়িকা কল্যাণী রায়। সেরকমই কর্মসূচি আজ ছিল পৌরপরিষদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ধর্মনগর এলাকা।রাজ্য সরকারের ঘোষিত নানান প্রকল্পগুলি সুবিধা প্রতিটি বাড়িতেই পৌঁছে গেছে। কল্পনা সূত্র ধরের মতো অন্যান্য বাড়িতেও বিশেষ করে মহিলারা এগিয়ে এসে নিজে থেকেই বলছেন এত সহজে আমরা ঘর পাব তা আগে কোনদিন ভাবতেও পারিনি। ঘরে ঘরে আমরা জল পাবো তাও আগে ভাবতে পারিনি. রাজ্যের মানুষের উন্নয়নের জন্যই আরো বেশি ভোটে বিজেপি সরকারকে পুন প্রতিষ্ঠা করার আশ্বস্ত করেন স্থানীয় নাগরিকরা। স্বভাবতই আজকের ঘর ঘর বিজেপি কর্মসূচিতে অংশ নিয়ে এলাকার বিধায়িকার চোখে মুখে নিশ্চিন্তের ছাপ।তবে প্রতিশ্রুতিও দিচ্ছেন যে সকল কাজগুলি এখনো করা সম্ভব হয়নি সেগুলি আগামী দিনে তেলিয়ামুড়া বাসির সহযোগিতায় সম্পূর্ণ করার। সকাল থেকে ঘর ঘর কর্মসূচিতে অংশ নিয়ে বিকালে কার্যকর্তাদের বাড়িতেই চলে ভোজ। সেখানেই আগামী কালের ঘর ঘর বিজেপি কর্মসূচির পরিকল্পনা নেওয়া হচ্ছে। আজকের কর্মসূচিতে বিধায়িকা শ্রীমতি কল্যাণী রায় ছাড়াও তেলিয়ামুড়া পৌর পরিষদের সহ চেয়ারম্যান মধুসূদন রায় পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল রক্ষিত সহ স্থানীয় কার্যকর্তারা অংশ নেন।
আবারো আসতেই হবে বিজেপি সরকার।
113
previous post