Home » রাতের অন্ধকারে চিতা বাঘের মৃত্যু সড়কে

রাতের অন্ধকারে চিতা বাঘের মৃত্যু সড়কে

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

রাতের অন্ধকারে গ্রামীণ সড়কে চিতাবাঘের মৃত্যু । ঘটনা কাঁকরাবন থানার অন্তর্গত মুড়াপাড়া গ্রামে । জানা যায় , শুক্রবার রাতে মুড়াপাড়া গ্রামীণ সড়ক দিয়ে বাড়ি যাওয়ার পথে গ্রামবাসীরা দেখতে পায় একটি চিতাবাঘের ছানা রাস্তায় পরে রয়েছে । তা দেখতে পেয়ে গ্রামবাসীর একটা সময় ভয়ে দৌড়ে পালিয়ে যায় । তার কারণ আশেপাশে চিতা বাঘের ছানার মা থাকতে পারে । তার আশঙ্কা করে দৌড়ে পালাই সকলে । স্থানীয় সূত্রের খবর , পরবর্তী সময় স্থানীয় বনদপ্তরের কর্মীরা এসে চিতা বাঘের ছানাটিকে উদ্ধার করে নিয়ে যায় । কিন্তু জনগণে প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে চিতা বাঘের ছানাটির মৃত্যু হল মুড়াপাড়া সড়কপথে । তা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য ।

You may also like

Leave a Comment