প্রতিনিধি মোহনপুর:- পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হলো গান্ধীগ্রামের বৈদ্যনাথ হলে। এই যুব উৎসবের মঞ্চ থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী আহবান করলেন নেশা মুক্ত রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে যুবক যুবতীদের ভূমিকা গ্রহণের। যুব উৎসবের যুব সমাজকে একটি সঠিক দিশা নির্ণয়ে সহায়ক বলে দাবি করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
পশ্চিম ত্রিপুরা জেলার সমস্ত ব্লক স্তরে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে যারা বিজয়ী হয়েছে তাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসব। তারপর অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক। শনিবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা পড়বে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ এবং অন্যান্যরা। এই যুব উৎসবের আনুষ্ঠানিক সূচনা করে মন্ত্রিস সুশান্ত চৌধুরী হলেন প্রত্যেক ছেলে মেয়েকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। প্রত্যেকের ভূমিকা নিতে হবে রাষ্ট্র গঠনে। আজকে যারা যুবক-যুবতী আগামী দিনে প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্র থেকে রাষ্ট্রকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য দায়িত্ব নিতে হবে। পাশাপাশি মন্ত্রী আহ্বান করেন একটি নেশা মুক্ত সমাজ গড়ে তুলতে যুব সমাজকে আরো সক্রিয়তার সঙ্গে এগিয়ে আসতে হবে। এদিন যুব উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের তরফে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন মডেল প্রদর্শনী হয়েছে এদিন।
গান্ধীগ্রামে অনুষ্ঠিত হলো পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক যুব উৎসব
49
previous post