প্রতিনিধি, গন্ডাছড়া ৮ নভেম্বর:- বিবেকানন্দ সেবান্যাস ধলাই জেলা পক্ষ হইতে ডুম্বুর নগর খন্ডে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় শুক্রবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন জমাতিয়া পাড়া এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে এলাকার শত শত মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। বিবেকানন্দ সেবান্যাসের এক কর্মকর্তা জানান সম্প্রতি বন্যায় গোটা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে রমেশ কবিরাজ পাড়া, নাইরোহা চৌধুরী পাড়া ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। বন্যা কবলিত এই সব এলাকার মানুষের সাহায্যার্থে বিবেকানন্দ সেবান্যাসের এ উদ্যোগ বলে জানান। স্বাস্থ্য শিবিরে এলাকার জাতি জনজাতি সম্প্রদায়ের শত শত মানুষজন’দের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়। এদিন গন্ডাছড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য শিবির করার ক্ষেত্রে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য বিবেকানন্দ সেবান্যাসের পক্ষ হইতে তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এদিনের স্বাস্থ্য শিবিরকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
21